সংঘর্ষের পর যবিপ্রবির প্রক্টর পরিবর্তন অভিযুক্ত দোকানি আটক, তদন্তে কমিটি

0

যবিপ্রবি সংবাদদাতা॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক ছাত্রীকে ইভটিজিংয়ের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার অভিযুক্ত আমবটতলা বাজারের মোনায়েম হোসেনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে সংঘর্ষের ঘটনায় ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে যবিপ্রবি প্রশাসন। এছাড়া ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে সহযোগী অধ্যাপক ড. ইমরান খানকে। গতকাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন ড. ওমর ফারুক।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক দেবাশীষ হালদার জানান, গতকাল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. ওমর ফারুক বাদি হয়ে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২৪ নভেম্বও (মঙ্গলবার) রাত ৮টার দিকে শিক্ষার্থীরা ইলেকট্রনিক্স ডিভাইস মেরামতের কাজে যশোর সদরের আমবটতলা এলাকার ‘মোনায়েম টেলিকম’ দোকানে যান। দোকানে ভিড় থাকার কারণে তারা নিজেরাই ডিভাইস খুলতে থাকেন। এক পর্যায়ে একজন ছাত্রীর হাত সামান্য কেটে গেলে অভিযুক্ত দোকানি মোনায়েম তার হাত স্পর্শ করেন।

ছাত্রীরা এই আচরণের প্রতিবাদ জানালে তিনি “ঔষধ লাগানোর চেষ্টা করার অজুহাত দেন। এতে বিব্রত হয়ে ছাত্রী তার হাত সরিয়ে নেন।

কাজ শেষে দোকান থেকে বের হয়ে যাওয়ার সময় দোকানি মোনায়েম ছাত্রীদের উদ্দেশে অশ্লীল কথা বলেন।

পরে ছাত্রীরা বিষয়টি তাদের ক্লাসের বন্ধুদের জানালে রাইয়ানুল ইসলাম, মেহনাজ মুনিব তন্ময়, আব্দুল্লাহ আল জোবের, সাব্বির আহম্মেদ, ইয়াছিন আরাফাত শেখ, রাতুল হাসানসহ অন্যান্য শিক্ষার্থী দোকানে গেলে অভিযুক্ত মোনায়েম তাদের হুমকি দিয়ে পালিয়ে যান।

যশোর কোতয়ালি থানার ওসি আবুল হাসনাত খান জানান, মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ছাতিয়ানতলা মল্লিক পাড়া থেকে দোকানি মোনায়েমকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে।

এদিকে গতকাল যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা আহত শিক্ষার্থীদের দেখতে যান উপাচার্য ড. আব্দুল মজিত, কোষাধ্যক্ষসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছি। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আজই বাজার কমিটির সঙ্গে জরুরি বৈঠকে বসবো, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে।

এসময় তিনি জানান, প্রক্টর হিসেবে ড. ইমরান খানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, যবিপ্রবির এক নারী শিক্ষার্থীকে ইভটিজিংয়ের ঘটনায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় আমবটতলা বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে প্রায় ২৭ জন শিক্ষার্থী, তিন সাংবাদিক ছাড়াও কয়েকজন শিক্ষক-কর্মকর্তা আহত হন।

গুরুতরভাবে জখম হন আইপিই বিভাগের রোহান, গণিত বিভাগের তানজিল আল ফাহিম, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহাদ সৈকতসহ আরও অনেকে। পুড়িয়ে দেওয়া হয় সাংবাদিক সাব্বিরের সাইকেল। পরে রাতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেডিকেল সেন্টারে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখেন।

অভিযুক্তকে গ্রেফতারসহ কয়েক দফা দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটিমে রাত ১টা ৩০ মিনিটে অবরুদ্ধ অবস্থা থেকে ছাড়া পান উপাচার্য। পরে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে প্রশাসন।

এছাড়া প্রশাসনের পক্ষ থেকে আহত সকল শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহনের আশ্বাস দেওয়া হয়।