এসএসসি ও দাখিল পরীক্ষা প্রথমদিনে ঝিকরগাছায় ৬৩জন অনুপস্থিত

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ ঝিকরগাছায় এসএসসি ও দাখিল পরীক্ষায় ৩হাজার ২০জন শিক্ষার্থীর মধ্যে প্রথমদিন ৬৩জন অনুপস্থিত ছিল। ফলে এবারের এসএসসি ও দাখিল সমমান পরিক্ষায় যশোরের ঝিকরগাছায় ৭কেন্দ্রে ২হাজার ৯শত ৫৭জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করেছে। সারাদেশের মতো বৃহস্পতিবার ঝিকরগাছায় ৫টি এসএসসি ও দুটি মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবছর এসএসসি পরীক্ষার প্রথমদিন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল কেন্দ্রে ৬৪৪ জন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪৪০ জন, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৪৮জন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৪৪ জন ও কায়েমকোলা আলিমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩২৮জনসহ ৫ কেন্দ্রে ২হাজার ৪শ ৪জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এদিন ঝিকরগাছা সরকারি এম এল মডেল হাইস্কুল কেন্দ্রে ২জন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩জন, বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৮জন, গঙ্গানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২০জন ও কায়েমকোলা আলিমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া দাখিল পরীক্ষায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ৪৪২জন ও বাঁকড়া কেন্দ্রে ১৭৪জনসহ দুই কেন্দ্রে ৬১৬জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা ছিল। কিন্তু এদিন ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ১৩জন ও বাঁকড়া কেন্দ্রে ১৪জনসহ ২কেন্দ্রে ২৭জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকায় পরীক্ষা দিয়েছে ৫৮৯জন। ফলে এসএসসি ও দাখিল মিলে এবছর ৬৩জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে ৭ কেন্দ্র সচিব সূত্রে জানা গেছে। এদিকে গত বছরের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৩৪০জন।