চৌগাছায় গ্রন্থমেলা শেষে পাঁচ গুণী ব্যক্তি পেলেন সম্মামনা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘আমরাই আগামী’ সংগঠনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত চার দিনব্যাপী গ্রন্থমেলা শেষ হয়েছে। গ্রন্থমেলার শেষ দিনে সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, সাহিত্য, সাংবাদিকতা ও চিত্রশিল্পে অবদানের জন্য ৫ গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির আলোচনা করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল মুজিদ।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো.শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, এবিসিডি কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম, ডা. সাইফুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ বলাই চন্দ্র পাল, এস এম হাবিব পৌর কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, বাংলাদেশ স্কাউট চৌগাছা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্কাউটের কমিশনার মহিদুল ইসলাম, প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আনিসুর রহমান, আমরাই আগামী সংগঠনের পৃষ্ঠপোষক ফিরোজ হুসাইন, সংগঠনের সভাপতি আজিমুর রহমান সোহান প্রমূখ।
আলোচনা সভা শেষে মরণোত্তর ৪ জন ও এক গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, মো. এ কে শফিউদ্দীন (শিক্ষা), মো. আলী আকবর (শিক্ষা), মো. আতিউর রহমান (সাংবাদিকতা), ডা. সিরাজুল ইসলাম (সাহিত্য) ও মো. আসাদুজ্জামান (চিত্রশিল্প)। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নেতৃবৃন্দ। বই মেলায় ১৭টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকাশক, লেখক, কবি অংশগ্রহণ করেন।