যশোরে হাজী মহসিন বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন

0
স্টাফ রিপোর্টার ॥ যশোরে দানবীর হাজী মুহম্মদ মহসীন মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী ও দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শেষ হয়েছে। শুক্রবার অনুষ্ঠানের শেষ দিন নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠন ও র‌্যাফেল ড্র। এদিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম আফজাল হোসেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মনিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, রামনগরে ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ, হৈবত ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক, জেলা যুবলীগ নেতা শেখ আলাউদ্দিন মুকুল, জেলা আওয়ামী লীগ নেতা লুৎফুল কবির বিজু, জেলা পরিষদ সদস্য জবেদ আলী ও সাবেক জেলা যুবলীগ নেতা আজাহার হোসেন স্বপন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল খালেক, এবি এম মাহবুব হাসান, বর্তমান প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।  বিদ্যালয়ের বর্তমান সভাপতি  এবং সুবর্ণ জয়ন্তী ও দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আহ্বায়ক শেখ সালাউদ্দিন টিপু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্মৃতিচারণের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।  দিনব্যাপী অনুষ্ঠান পরিচালনা করেন, সুবর্ণ জয়ন্তী ও দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের যুগ্ম-আহ্বায়ক সাউদ আল রশিদ ড্যানি।