ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

0

স্টাফ রিপোর্টার ॥ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যশোর জেলা বিএনপি। বুধবার একুশের ভোরে জেলা বিএনপি কার্যালয় থেকে দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে প্রভারফেরি বের হয়। এটি যশোর সরকারি এম এম কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হয় ।
সেখানে প্রথমে অনিন্দ্য ইসলাম অমিত কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে অনিন্দ্য ইসলাম অমিত শহীদ মিনারে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের একুশের চেতনায় উজ্জীবিত হয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনর্প্রতিষ্ঠার শপথ বাক্যপাঠ করান।
এ সময় নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জেলা শ্রমিক দল, জেলা মহিলাদল, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, রেলওয়ে শ্রমিক দল, যশোর নগর যুবদল, সদর উপজেলা যুবদল, সরকারি এম কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, একে শরফুদ্দৌলা ছোটলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন, জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান , সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম , সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি প্রমুখ।