মণিরামপুরে শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন ছাত্রী আহত

0

স্টাফ রিপোর্টার,মণিরামপুর (যশোর) ॥ মণিরামপুরে টেংরামারী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১১ টার দিকে বিদ্যালয়ের দোতলায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আতংক ছড়িয়ে পড়লে স্কুল ছুটি দেওয়া হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শম্পা রানী ঘোষ ও তাপসী রানী জানান, সকাল ১১ টায় ভবনের দোতলায় অবস্থিত শ্রেণিকক্ষে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান করছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন। এক পর্যায়ে ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে তিন ছাত্রী সোনালী আকতার, জান্নাতুল ফেরদৌস ও পূর্ণা দাস আহত হয়। এ সময় পলেস্তারা খসে পড়ার বিকট শব্দে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্কুল ছুটি দেওয়া হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রধান শিক্ষক প্রভাস চন্দ্র দাস জানান, পুরাতন ভবনের দোতলার ছাদের এক অংশে ফাটল দেখা দেয়। তার ওপর পানি জমে থাকায় পলেস্তারা খসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। অবশ্য তিনি জানান, ইতোমধ্যে ওই কক্ষের পশ্চিম পাশে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার জানান, আহত তিন ছাত্রী এখন সুস্থ আছে।