শ্যামনগরে চিংড়ি চাষ বিষয়ক কর্মশালা

0

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা॥ শ্যামনগরের মুন্সিগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টে সিলেট বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের অর্থায়নে শুক্রবার সকালে চিংড়ি চাষে আইওটি ডিভাইসের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
চিংড়িঘেরে আইওটি ডিভাইস ব্যবহার করলে অনাকাঙ্খিত ক্ষয়ক্ষতি এড়ানো যায়। একইসাথে উৎপাদনও কয়েকগুণ বাড়ানো সম্ভব। চিংড়ি চাষে আইওটি ডিভাইসের গুরুত্ব ও ব্যবহার বিষয়ক কর্মশালায় চাষিদের কাছে এসব কথা তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাইয়ুম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য অফিসার আনিসুর রহমান, মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক জিয়া হায়দার চৌধুরী,খুলনা বিভাগীয় উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার কুমার মজুমদার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা ও আইওটি ডিভাইসের ব্যবহার বিষয়ে আলোচনা করেন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায়।