ভিক্ষুকমুক্ত কালীগঞ্জে একজন রনজিত দাস

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ভিক্ষুকমুক্ত উপজেলা কালীগঞ্জ। এখানকার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের রনজিত দাস (৭০) শহরের অস্থায়ী কাঠের ব্রিজের এক পাশে বসে ভিক্ষা করেন। দিনে যা পান তা দিয়েই চলে তার সংসার। ভিক্ষা না হলে চলে না সংসার। তিনি অস্পষ্ট ভাষায় জানান,তার দুই মেয়ে সন্তান ও ৪ শতক জমি ছাড়া কিছুই নেই।
রনজিত দাসের বাড়ি উপজেলার কাশিমা জগনাথপুরে গিয়ে দেখা যায় , তার ছোট্ট ঘরের বারান্দায় ৩০ বছর বয়সী প্রতিবন্ধী মেয়ে অনিতা দাস শুয়ে আছেন । এ সময় রনজিত দাসের স্ত্রী সুবালা দাস(৫৮) জানান,আমার দুই মেয়ে । তারমধ্যে অনিতা দাস প্রতিবন্ধী। ছোট মেয়ে রিতা দাসের বিয়ে হয়ে গেছে।
সুবালা দাস আরও জানান,আমাদের উপার্জন বলতে শুধু আমার স্বামীর ভিক্ষার টাকা। তাছাড়া আমার স্বামীর শ্বাসকষ্টজনিত রোগ আছে। আমাদের কীভাবে জীবন পার হয় তা একমাত্র ইশ্বর জানেন ।
জীবন ধারনের জন্যে প্রচন্ড শ্বাসকষ্ট নিয়ে শহরে ভিক্ষা করতে আসা রনজিত দাসের প্রতিবেশী বাদশা লস্কার জানান,রনজিত দাস এক সময় ভ্যান চালাতেন। হঠাৎ অসুস্থতায় তার জীবন এলোমেলো হয়ে যায়। অনেক কষ্টে দিন পার করেন তিনি। যা আমরা দেখে আসছি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান জানান,ভিক্ষুকদের জন্যে বিভিন্ন সময় কর্মসূচি থাকে। তবে আপাতত চলমান কোন কর্মসূচি নেই।