শোক ও গৌরবের ভাষার মাস

0

মাসুদ রানা বাবু ॥ ৭ ফেব্রুয়ারি ১৯৫২। বাংলাকে রাষ্টভাষা করার দাবিতে ছাত্ররা প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে মিলিত হতে থাকেন। প্রতিদিন হাজার হাজার প্রতিবাদী ছাত্রদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুখরিত হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি এসব ছাত্রদের নিয়ে নতুন নতুন সভায় মিলিত হতে থাকে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলেও পৃথক পৃথক বৈঠক করেন সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এ আন্দোলনের চালিকাশক্তি হয়ে ওঠেন মেধাবী ছাত্র আব্দুল মতিন। সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না থাকলেও বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আব্দুল মতিন ছাত্রনেতা হয়ে ওঠেন। সংগ্রাম কমিটি গঠন,সভার পর সভা আহ্বানের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন ভাষা আন্দোলনের অন্যতম ছাত্রনেতা। তার নেতৃত্বেই বিশ্ববিদ্যালয় ঢাকা মহানগরীতে এগিয়ে চলে বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলন।