ঝিকরগাছায় বাড়িতে ডেকে এনে বন্ধু তৌফিককে হত্যা, বাবুর স্বীকারোক্তি

0

স্টাফ রিপোর্টার ॥ স্ত্রী রিয়ার সাথে পরকীয়া সম্পর্কের জেরে বন্ধু তৌফিককে বাড়িতে ডেকে এনে ছুরিকাঘাতে হত্যা করেন বাবু মোড়ল ওরফে ক্যাসেট বাবু। এ তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার সকালে অভিযুক্ত ক্যাসেট বাবুকে ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর গ্রামের তার খালু জয়নাল আবেদীনের বাড়ি থেকে আটক করে তদন্ত সংস্থা পিবিআই।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই স্নেহাশীষ দাশ জানান, আটক ক্যাসেট বাবুকে সোমবার আদালতে সোপর্দ করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অবন্তিকা রায় তার জবানবন্দি গ্রহণ করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিচারক।
তদন্ত কর্মকর্তা আরও জানান, আটক ক্যাসেট বাবুকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার স্ত্রীর নাম রিয়া। তাদের ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নিহত তৌফিক তার বন্ধু। মাঝে মধ্যে তৌফিক তাদের বাড়িতে আসা- যাওয়া করতেন। গত ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে ক্যাসেট বাবু বাড়িতে এসে দেখেন রিয়া ও তৌফিক দুজনই রান্নাঘরে। তখন তার সন্দেহ হয়। পরদিন ২০ জানুয়ারি সকাল ৭টার দিকে তৌফিককে মোবাইল ফোন করে বাড়িতে ডেকে নিয়ে আসেন ক্যাসেট বাবু। এরপর আগের দিন সন্ধ্যায় স্ত্রীর সাথে রান্না ঘরে তৌফিককে অবস্থান করার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ক্যাসেট বাবু বন্ধুর পেটে ছুরিকাঘাত করেন। এ কারণে মারা যান তৌফিক।
গত ২০ জানুয়ারি ঝিকরগাছা উপজেলার কাটাখাল জামতলা মোড় এলাকায় বন্ধু বাবুর ছুরিকাঘাতে নিহত হন তৌফিক।