জলাতঙ্ক নির্মূলে চৌগাছায় বেওয়ারিশ ও পোষা কুকুরের শরীরে ভ্যাকসিন প্রয়োগ

0

মুকুরুল ইসলাম মিন্টু চৌগাছা (যশোর) ॥ জলাতঙ্ক নির্মূলে যশোরের চৌগাছাতে বেওয়ারিশ কুকুর থেকে শুরু করে পোষা কুকুরকে ব্যাপক হারে টিকার আওতায় আনা হয়েছে। উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর এলাকাতে গত পাঁচ দিনে ৩৩৬১ টি কুকুরকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, রোগ নিয়ন্ত্রক শাখা সিডিসি এই কার্যক্রম পরিচালনা করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গত বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ৫ দিনে পৌরসভাসহ গোটা উপজেলাতে ৫৮ জন প্রশিক্ষিত ব্যক্তি দ্বারা কুকুরকে টিকার আওতায় আনা হয়েছে।
চৌগাছা পৌর এলাকাতে কুকুরকে টিকার আওতায় আনার জন্য ১০ জন ব্যক্তি ভোর হতে সন্ধ্যা পর্যন্ত কাজ করেছেন। পাঁচ দিনে শুধু পৌরসভা এলাকায় ৪১১টি কুকুরের টিকা দেয়া হয়েছে। টিকা দেয়া কাজে নিয়োজিত ঠাকুরগাঁও জেলার মুকুল হোসেন, লাল চান, কামাল আহমেদ, আব্দুল ওয়াহেদ, সুমন হোসেন জানান, তারা সরকারিভাবেই প্রশিক্ষণ নিয়ে সুদুর ঠাকুরগাঁও জেলা থেকে চৌগাছাতে কুকুরের টিকা দেয়ার জন্য এসেছেন। বৃহস্পতিবারে কাজ শুরু করে সোমবার বিকেলে টিকা কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। পাঁচ দিনে পৌরসভা এলাকাতে ৪১১ এবং ১১টি ইউনিয়নে ২৯৫০ কুকুরের টিকা দেয়া হয়েছে।
পৌরসভার স্যানেটারী ইন্সেপেক্টর মেহবুব হুসাইন নয়ন বলেন, পৌরসভা এলাকাতে ৪১১টি কুকুরের ভ্যাকসিন দেয়া গেছে এবং ৭৮টি কুকুর দেখা গেছে কিন্তু ধরতে না পারায় তাদেরকে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি।