ভোটার শূণ্য, কুকুর শুয়ে আছে

0

স্টাফ রিপোর্টার ॥ বেলা ১১ টা ৫০ মিনিটে যশোর সরকারি সিটি কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটের মাঠে কুকুর শুয়ে আছে। নেই ভোটার কিংবা ভোটারদের দীর্ঘ লাইন। একই অবস্থা যশোর শহরে, এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যাল, মাহমুদুর রহমান মাধ্যমিক বিদ্যাল, এম এম কলেজ,পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়,কালেক্টরেট স্কুল, সম্মিলনী ইন্সটিউটিশন , আদর্শ বালিকা বিদ্যালয়, আমিনিয়া আলিয়া মাদ্রাসা, এমএসটিপি, টিচার্স ট্রেনিং কলেজ সেন্টারেও ভোটারের উপস্থিতির একই চিত্র ছিল।
ভোট গ্রহণ শুরু এক ঘন্টা পর ঘোপ এম এন খান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭১ টি ভোট পড়ে। কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার বাহাদুর জানান,এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৩৩৮ জন। যশোর টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) ভোটকেন্দ্র মোট ভোট ৩ হাহার ৪৫৭ জন ভোটারের মধ্যে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ১৩৫ টি ভোট পড়ে। বেলা ১২ টায় বকচর এলাকার একটি মাদ্রাসা কেন্দ্রে ৫ হাজার ৩৪২ ভোটের মধ্যে ৫৩২ ভোট পড়ে। ভোট গ্রহণের এক ঘন্টার পর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের মহিলা বুথে ৩ হাজার ৫৩৮ ভোটের মধ্যে ৪০টি ভোট পড়ে। একই কেন্দ্রের পুরুষ বুথে ৩ হাজার ৫৮২ ভোটের মধ্যে ১৭৫ ভোট পড়ে।