যশোরে কথিত নাশকতার মামলা বিএনপি নেতা মনা ও ছাত্রদলের সাগরসহ ৯৭ জনের নামে চার্জশিট

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে কথিত নাশকতার মামলায় বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা ও জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরসহ ৯৭ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। কোতয়ালি থানা পুলিশের এসআই আনছারুল হক আদালতে এই চার্জশিট দাখিল করেন। চার্জশিটে অভিযুক্ত বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্য নেতাকর্মী হলেন, হুসাইন আহমেদ, নেছার আলী, জমির হোসেন, জাকির হোসেন, শেখ আবু সাঈদ রিপন, আনিসুর রহমান, আব্দুস সালাম গোলদার, হাফিজুর রহমান, হাবিবুর রহমান, আনোয়ার হোসেন, কামাল হোসেন, কুরবান আলী, মাসুদ রানা, বাচ্চু, শাহিন হোসেন, হাদিউজ্জামান, ইয়াছিন আরাফাত হোসেন, তাইজুল ইসলাম, শাহিন মোল্লা, আব্দুর রশিদ, সাজ্জাদ হোসেন, রেজাউল গাজী, আব্দুল অলীম, ইকবাল হোসেন, আফজাল, আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, সবদুল মোল্লা, মশিয়ার রহমান, আজিজ কাজী,কামরুল ইসলাম বিশ্বাস, কামরুল মোল্লা, শামীম কবির, অসিম সরদার, আবু তালেব, আরিফুল ইসলাম, দাউদ মোল্লা, আমিনুর রহমান মধু, তরিকুল, কবির,হাসান আলী, বিল্লাল হোসেন, আব্দুল মান্নান, স্বপন, জয়নাল আবেদীন, রুহুল আমিন, রুহুল আমিন লাল্টু, আসানুর রহমান গাজী, মঈন আলী, সোহাদ হোসেন, মিরাজ, মোক্তাদির হোসেন টগর, জুলফিকার আলী, সোহরাব হোসেন,হারুন মোল্লা, আমিনুর রহমান, হারুন খা, ইসকেন্দার মির্জা লাল্টু, জাহাঙ্গীর হোসেন, আলাউদ্দিন সরদার, শাহাদাত হোসেন, মুন্না মোল্লা, সৈয়দ শাহাদৎ আলী লিটন, সৈয়দ এরশাদ আলী লিপটন, সাব্বির মালিক, রফিকুল ইসলাম,রাজন হাওলাদার রাজু, আজিজুল হাকিম, আকরাম হোসেন, খুরশিদ আলম,তোফাজ্জেল হোসেন, গোলাম রসুল মন্ডল, রবিউল ইসলাম, এসএম মোস্তাফিজুর রহমান, শফিকুল ইসলাম জয়, মিজানুর রহমান, ইসমাইল হোসেন মিলন,হাফিজুর রহমান, সোহাগ মন্ডল, আয়নাল মোল্লা, সাদ্দাম হোসেন, সোলাইমান মোল্লা, সিরাজুল ইসলাম মানিক, শহিদ হাসান সাবু, হাফিজুর রহমান, মাহাবুবুর রহমান, ফজলুল আলম, মেহেদী হাসান, ইব্রাহিম হাসান শুভ, মফিজুর রহমান,সামাদ হোসেন, রফিকুল ইসলাম, ফজলুর রহমান, নুর মোহাম্মদ বেপারী ও আজগর আলী।
২০২১ সালের ২৪ ডিসেম্বর সকালে যশোর শহরের লালদিঘির পূর্বপাড়ের হরিস- ভা মন্দিরের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনা করছিলেন- কথিত এমন অভিযোগ এনে কোতয়ালি থানায় মামলা করা হয়। ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে কথিত নাশকতার মামলাটি করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর রেজাউল করিম। পরে মামলার তদন্ত শেষে আরও ৫৬ জনের নাম অন্তর্ভুক্ত করে মোট ৯৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন এসআই আনছারুল হক।