ধর্মতলায় চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে আহত যুবক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের ধর্মতলা মোড়ের একটি রড সিমেন্টের দোকানে সোমবার রাতে চাঁদাবাজি করতে গিয়ে শাকিল খান (২০) নামে এক দুর্বৃত্ত হাতেনাতে আটক হয়েছেন। তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়া হয়েছে।
পুলিশ জানায়, ধর্মতলার ৩ খাম্বার মোড়ের রাজা এন্টারপ্রাইজ নামে একটি রড সিমেন্টের দোকানে চাঁদাবাজি করতে গিয়ে আটক হন শাকিল খান নামে ওই দুর্বৃত্ত। তিনি সদর উপজেলার সুজলপুরের রশিদ খানের ছেলে। এ ঘটনায় দোকান মালিক মো. শেখ ইমরান আটক শাকিল খানসহ তার ৫ সহযোগীকে আসামি করে রাতেই কোতয়ালি থানায় মামলা করেছেন। অপর আসামিরা হচ্ছে, আরবপুর কলুপাড়ার ইমরান, ধর্মতলার বাবুর ছেলে শান্ত, একই এলাকার সুজন, আরবপুর মাঠপাড়ার মধুর ছেলে দ্বীপন ওরফে ডাবল ও একই এলাকার সাগর।
রাজা এন্টারপ্রাইজের মালিক শেখ ইমরানের অভিযোগ, উল্লিখিত সন্ত্রাসীরা ধর্মতলার তিনখাম্বার মোড় এলাকার প্রতিটি দোকান থেকে চাঁদা আদায় করে থাকেন। তারা দীর্ঘদিন ধরে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা তাকে খুন -জখমের হুমকি দেন। সোমবার রাত পৌনে ৮টার দিকে শাকিল খানের নেতৃত্বে চাঁদাবাজরা তার দোকানে গিয়ে ২ লাখ টাকা চাঁদার জন্যে তাকে চাপ সৃষ্টি করেন। তিনি তাদের চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শাকিল খানের হুকুমে তার সহযোগী ইমরান ও শান্ত চাকু বের করে শেখ ইমরানকে ভয়ভীতি প্রদর্শন ও খুন -জখমের হুমকি দেন। এ সময় তারা তাকে ৩ দিনের মধ্যে চাঁদার টাকা দিতে বলেন। নতুবা তারা তাকে হত্যা করবেন বলে হুমকি দেন। তখন শেখ ইমরানের চিৎকারে আশেপাশের লোকজন ও স্থানীয় দোকানিরা এসে শাকিল খানকে হাতেনাতে আটক করেন। অন্যরা পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আটক শাকিল খানকে তাদের হাতে তুলে দেয়া হয়।
পুলিশ জানায়, আটক শাকিল খান গণপিটুনিতে আহত হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা দেয়া হয়েছে।