চৌগাছায় জহুরুলের নামে আবারও মামলা দেওয়ায় নিন্দা

0

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় পুলিশের অব্যাহত অভিযান, নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি ও উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের জামিন হওয়ার পরও নতুন মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সাবেক চেয়ারম্যান এমএ সালাম বলেন, সারা দেশের মানুষ যখন ভাত ও ভোটের অধিকারে রাজপথে সরব, ঠিক সেই সময়ে অবৈধ নিশিরাতের সরকারকে খুশি করতে কিছু অতি উৎসাহী পুলিশ পাক হানাদার বাহিনীর মত বিএনপি ও সমমনা দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তথাকথিত নাশকতা মামলা দিয়ে একের পর এক নেতাকর্মীদের আটক করে জেলে পাঠানো হচ্ছে। গ্রেফতারের নামে প্রতিনিয়ত নেতাকর্মীদের বাড়িতে দেওয়া হচ্ছে হানা, যা সভ্য সমাজের মানুষ কোনভাবেই মেনে নিতে পারছে না। শুধু তাই না, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌগাছা বিএনপির প্রাণ বলে খ্যাত জনপ্রিয় নেতা জহুরুল ইসলামকে কথিত সেই নাশকতা মামলায় গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। দীর্ঘ একমাস যাবত তিনি জেলের চার দেয়ালের মাঝে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। গত সপ্তাহে হাইকোর্ট থেকে এই নেতার জামিন মঞ্জুর হলেও পুলিশ পুনরায় তাকে আরও একটি নাশকতা মালার আসামি করে জেলে আটক করে রেখেছেন। এ ভাবে আটক আর বাড়ি বাড়ি গ্রেফতারের জন্য তল্লাশি করে গণতান্ত্রিক আন্দোলনকে দমানো যাবে না। অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি এবং গ্রেফতারের জন্য বাড়ি বাড়ি তল্লাশি বন্ধের জোর দাবি করা হয় বিবৃতিতে।