কেশবপুরে দুই জমজ সন্তান হত্যায় মা আটক

0

জয়দেব চক্রবত্তী, (যশোর)॥ যশোরের কেশবপুরে ১২ দিন বয়সের জমজ দুই সন্তানকে হত্যার অভিযোগে তাদের মাকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তান হত্যার কথা স্বীকার করেছেন মা সুলতানা খাতুন (৩২)। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আবুবকর বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করছেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল আলম জানান, বুধবার সকালে কেশবপুর পৌর সদরের সাহাপাড়ার নতুন মসজিদের পাশের ডোবা থেকে নিহত শিশু দুটির লাশ উদ্ধার করার পর তার মাকে আটক করা হয়।
স্থানীয়দের বরাতে ওসি আরও জানান, কেশবপুর পৌরসভার সাহাপাড়া নতুন মসজিদ এলাকায় পিতার বাড়িতে স্বামী আবু বক্করসহ থাকেন সুলতানা খাতুন। গত ১০ নভেম্বর তিনি যমজ ছেলে ও মেয়ে সন্তান প্রসব করেন। স্বামীর সাথে কলহের জেরে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দুই সন্তানকে বাড়ির পেছনের ডোবায় ফেলে হত্যা করেন সুলতানা।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে ওই ডোবা থেকে নবজাতক দুই জনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ সময় হত্যার অভিযোগে তার মাকে আটক করা হয়।
কেশবপুর থানায় সাংবাদিকদের ব্রিফিংকালে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মা সুলতানা খাতুন তার দুই শিশু সন্তানকে হত্যার করার কথা স্বীকার করেছেন।