গাজায় কঠিন প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনী : নেতানিয়াহুর স্বীকার

0

লোকসমাজ ডেস্ক ।। গাজায় ইসরাইলি সামরিক বাহিনী কঠিন প্রতিরোধের সম্মুখিন হয়েছে বলে স্বীকার করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সাথে তিনি ভূখ দখলে তার আগের বক্তব্য থেকে পিছিয়ে গেছেন।
তিনি জানিয়েছেন, তার প্রাথমিক প্রত্যাশা অনুযায়ী গাজার অভ্যন্তরে সামরিক অভিযান অগ্রসর হয়নি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি নেতা বলেন, ‘এটি আমার আশার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে।’
নেতানিয়াহু বলেন, ‘আমি আশা করি, আমরা এটি খুব দ্রুত করতে পারব। কিন্তু আমরা স্থল পরিস্থিতি, আমাদের বাহিনী ও বন্দীদের নিরাপত্তায় কাজ করছি। আমরা বেরিয়ে আসতে এবং মানবিক করিডোরগুলো চাই।’
তিনি আরো বলেন, ‘এটি কিছুটা সময় নিচ্ছে। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে সমর্থন দেখিয়েছেন, আমি তার প্রশংসা করি।’
এদিকে, অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরাইল। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সুযোগ করে দিতে সেখানে লড়াইয়ে দৈনিক চার ঘণ্টার বিরতিতে রাজি হয়েছে তারা।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইলের বিরতি শুরুর তিন ঘণ্টা আগে এই বিষয়ে প্রত্যেক দিন ঘোষণা দেয়া হবে।