যশোরে এক কোম্পানি সিলিন্ডারে অন্য কোম্পানির এলপিজি ঢুকিয়ে বিক্রিকালে আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে এক কোম্পানির সিলিন্ডারে অন্য কোম্পানির এলপি গ্যাস ঢুকিয়ে বিক্রির অভিযোগে রবিউল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দুপুরে শহরের খড়কি কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় ২০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই সোলয়ামান আক্কাস জানান, আটক রবিউল ইসলামের বাড়ি শহরের বারান্দীপাড়া খালধার রোড এলাকায়। তিনি দুবাই বাংলা এলপি গ্যাস কোম্পানির যশোরের ডিলার। বসুন্ধরা গ্রুপের স্থানীয় এলপি গ্যাস ডিলার এস এম নুরউদ্দিন ডিবি পুলিশের কাছে অভিযোগ করেন যে, রবিউল ইসলাম বিভিন্ন স্থান থেকে বসুন্ধরা গ্রুপের এলপি গ্যাসের খালি সিলিন্ডার সংগ্রহ করে তার ভেতর অন্য কোম্পানির গ্যাস ঢুকিয়ে বিক্রি করছেন। এতে তিনি ও তার কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমন অভিযোগের প্রেক্ষিতে এবং এসএম নুরউদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে খড়কি কবরস্থান এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে অন্য কোম্পানির এলপি গ্যাস ভর্তি বসুন্ধরার ২০টি সিলিন্ডারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করেন।