৮৮ লাখ ৪০ হাজার কোটি টাকার মালিক ইলন মাস্ক কী কী কিনতে পারেন

0
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, যার মোট সম্পদ অনেক উন্নত দেশের বার্ষিক জিডিপির সমান।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আধুনিক ইতিহাসের সব রেকর্ড ভেঙে অকল্পনীয় সম্পদের পাহাড় গড়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ৭২ হাজার ২০০ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৮ লাখ ৪০ হাজার কোটি টাকারও বেশি। মাস্কের এই সম্পদ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ল্যারি পেজের চেয়েও দ্বিগুণের বেশি।

বিশ্লেষকদের মতে, মাস্কের এই বিশাল সম্পদ যদি নগদ অর্থে রূপান্তর করা হয়, তবে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের প্রতিটি শহর ও উপশহরের সব বাড়ি একা কিনে নিতে পারবেন। এমনকি হার্ভার্ড ও ইয়েলের মতো বিশ্বের আটটি শীর্ষ আইভি লিগ বিশ্ববিদ্যালয় তিনবার কেনার পরও তাঁর হাতে বিপুল অর্থ অবশিষ্ট থাকবে। মাস্কের আর্থিক ক্ষমতা এতটাই যে, তিনি চাইলে তাত্ত্বিকভাবে সুইজারল্যান্ডের মতো একটি পুরো দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি)-এর সমান সম্পদের মালিক।

এছাড়া যুক্তরাষ্ট্রের প্রধান চারটি পেশাদার ক্রীড়া লিগ (এনবিএ, এনএফএল, এমএলবি, এনএইচএল)-এর সব কটি দল কিনে নেওয়ার সক্ষমতাও রাখেন তিনি। এমনকি এক বছরে যুক্তরাষ্ট্রে যত নতুন গাড়ি বিক্রি হয়, তার সব মাস্ক একাই কিনে নিতে পারেন। যদিও তাঁর সম্পদের সিংহভাগই টেসলা ও স্পেসএক্সের শেয়ার মূল্যের ওপর নির্ভরশীল, তবুও এই অবিশ্বাস্য সম্পদ বিশ্ব রাজনীতি ও অর্থনীতিতে ধনকুবেরদের প্রভাব নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।