বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় যে সন্ত্রাস করতে হবে: আদালতকে আমীর খসরু

0

লোকসমাজ ডেস্ক॥ পুলিশ হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ১০ দিনের রিমান্ড আবেদন করে শুক্রবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। অপরদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন চেয়ে শুনানি করেন বিএনপিপন্থি আইনজীবীরা।
শুনানিকালে আদালতের অনুমতি নিয়ে কথা বলেন আমীর খসরু। তিনি আদালতকে বলেন, ‘এ মামলার মতো বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে গায়েবি মামলা রয়েছে। বাংলাদেশে এত মিথ্যা মামলা একসঙ্গে আগে দেখা যায়নি। বিএনপি জনবিচ্ছিন্ন দল নয় যে, তাদের সন্ত্রাস করতে হবে। বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে হামলা-মামলা করা হচ্ছে। আমরা কেন সহিংসতা করতে যাব? আমরা মহাসমাবেশ ডাকলে লাখ লাখ লোক জড়ো হয়। দুঃখের বিষয়, সরকার রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এই সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে জনগণ। তাদের ধ্বংস করে দেওয়ার জন্য এসব মামলা দেওয়া হয়েছে।’