মহিলাদলের নেত্রীদের ওপর পুলিশের হামলায় অনিন্দ্য ইসলাম অমিতের নিন্দা

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি আহূত তিন দিনের অবরোধের প্রথম দিনে  যশোর শহরের মুড়লী মোড় থেকে নগর মহিলাদলের নেত্রী পাপিয়া, রুবি ও শিল্পী নামে তিনজনকে আটক করে পুলিশ। আটকের সময় পুলিশ তাদের ওপর বর্বরোচিত ও নির্মম হামলা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় পুলিশ উপস্থিত অন্যান্য নারী নেত্রীদেরও নির্যাতন করে।
শান্তিপূর্ণ অবরোধ চলাকালে নারী নেত্রীদের ওপর পুলিশের এ ন্যাক্কারজনক ও বর্বোরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার সন্ধ্যায় সংবাদপত্রে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর এহেন কাপুরুষোচিত আচরণ বাংলাদেশের সংবিধান পরিপন্থী শুধু নয়, জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহিত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রেরও সুস্পষ্ট লঙ্ঘন।
বিবৃতিতে তিনি ফ্যাসিস্ট সরকারের ক্রীড়ানক হিসেবে ব্যবহৃত না হয়ে, নিজের বিবেক দ্বারা পরিচালিত হয়ে পেশাদারিত্বের ভিত্তিতে স্বীয় দায়িত্ব পালনের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান।
যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম ও সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু ওই ঘটনার নিন্দা জানিয়ে অনুরূপ বিবৃতি দিয়েছেন।