আফসার আহমেদ সিদ্দিকী মানুষের কল্যাণে রাজনীতি করেছেন : অধ্যাপক নার্গিস বেগম

0

স্টাফ রিপোর্টার ॥ ভাষা সৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তার ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  বৃহস্পতিবার জেলা বিএনপির আয়োজনে বাদ আছর দলীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, আফসার আহমেদ সিদ্দিকী ছাত্রজীবন থেকে মানুষের কল্যাণে রাজনীতি শুরু করেছিলেন। সারাটি জীবন তিনি জনগণ ও দেশকে প্রাধান্য দিয়ে রাজনীতি করেছেন। সমাজের পরিবর্তন এবং মানুষের জীবন মান উন্নয়নই ছিল তার রাজনীতি। তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে দলের ও দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি কখনো নিজের ভাগ্য উন্নয়নে কাজ করেন নি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। আফসার আহমেদ সিদ্দিকী সাধারণ মানুষের মত জীবনাচরণে অভ্যস্ত ছিলেন। এটি তার রাজনৈতিক দর্শনের মূল বিষয় ছিল। বিলাসী জীবনযাপনের জন্যে অর্থ উপার্জনের সুযোগ থাকলেও তিনি কখনো সেটা করেন নি। তার দেখানো পথ আমাদেরকে অনুসরণ করতে হবে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড.সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড.মো.ইসহক, গোলাম রেজা দুলু, আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মারুফুল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড.হাজী আনিছুর রহমান মুকুল, কাজী আজম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা মহিলাদলের সভানেত্রী রাশিদা রহমান, সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা কৃষকদলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ প্রমুখ।