বাঘারপাড়ায় জাতীয় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ বাঘারপাড়া উপজেলার বোলদেঘাটা মোড়ে দিনব্যাপী অনুষ্ঠিত ন্যাশনাল দাবা প্রতিযোগিতা শেষ হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন নারায়নগঞ্জ জেলার সিএম আবু হানিফ এবং রানারআপ হয়েছেন ঢাকা জেলার মোহাম্মদ মাসুম হোসেন। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় ও স্থানীয় পর্যায়ের ৭৬ জন দাবাড়– অংশগ্রহণ করেন। এছাড়া ৪জন ক্ষুদে দাবাড়–ও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শুক্রবার রাতে দাবা খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণের সময় উপজেলার দরাজহাট ইউনিয়নের কৃষকদলের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক ফরিদপুর জেলা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কুস্তিগীর আজগর আলী, আবু জাফর মোল্লা, হাফিজুর রহমান প্রমুখ।
খেলায় দ্বিতীয় রানারআপ ঝিনাইদহ জেলার পূর্ণাানন্দ বিশ্বাস, চতুর্থ রানারআপ একই জেলার আকরামুল আজম, পঞ্চম রানারআপ ময়মনসিংহ জেলার গোলাম মোস্তফা, ষষ্ট রানারআপ কুষ্টিয়া জেলার মহায় মমিনুল ইসলাম সপ্তম রানারআপ ঝিনাইদাহ জেলার চাঁদনো মিয়া এবং অষ্টম রানারআপ হয়েছেন যশোরের হাদিউজ্জামান । খেলাটি পরিচালনা করান র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা বাংলাদেশ আরবিট এর দাবা ফেডারেশন সদস্য ঢাকা জেলার জাফরুল ইসলাম।
মহিরন গ্রামের দাবাড়ু কায়ূম আলী ও হাবুল্লা গ্রামের দাবাড়ু হাদিউজ্জামানের উদ্যোগে গত শুক্রবার সকাল ১০টায় শুরু হয় এ জাতীয় দাবা প্রতিযোগিতা এবং রাত ১০টায় পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়। খেলায় শ শ দর্শক উপস্থিত থেকে এ দাবা প্রতিযোগিতা উপভোগ করেন। এসময় দর্শকরা বলেন, উপজেলা পর্যায়ে এটাই সবথেকে বড় দাবা প্রতিযেগিতার আসর।