বার্সেলোনার নতুন জার্সির মূল চরিত্রে মেসি

0

লোকসমাজ ডেস্ক॥ পালাবদলের ডাক দিয়েছে বার্সেলোনা। কিন্তু সেই বদলের চিত্র যে এরকম হবে, তা ঘুণাক্ষরেও হয়তো ভাবতে পারেনি কাতালান ক্লাবটি। দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি কিনা অনুমতি চেয়েছেন ন্যু ক্যাম্প ছাড়ার! বার্সেলোনা কি আর তার সিদ্ধান্তে সায় দেবে? মেসি চলে যেতে চাইলেও তারা আগের অবস্থানে অনড়। নতুন ‍মৌসুমের জার্সি উন্মোচনের ছবি সেটিই জানান দেয়। বরাবরের মতো এবারও কেন্দ্রীয় চরিত্রে শোভা পাচ্ছে মেসির ছবি।
করোনাভাইরাসের কারণে আগের মৌসুমে শেষ হতে দেরি হয়েছে। তাই নতুন মৌসুমের আগে খুব বেশি সময় নেই। দল গোছানোর সঙ্গে নতুন মৌসুমের জার্সিও চলে এসেছে। বার্সেলোনার ২০২০-২১ মৌসুমের জার্সিও বাজারে এসেছিল আগেই। কিন্তু গত জুনে বাজারে আসা নাইকির জার্সিতে উৎপাদনগত সমস্যা থাকায় সেগুলো আবার সরিয়ে নেওয়া হয়। আমেরিকান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের সমস্যা মিটিয়ে আবারও বাজারে ছেড়েছে নীল-মেরুন জার্সি। আজ থেকে বার্সেলোনা ভক্তরা কিনতে পারবেন নতুন মৌসুমের জার্সি। নতুনভাবে উন্মোচিত জার্সির ফটোশুটের মূল চরিত্রে পাওয়া গেছে মেসিকে। যিনি ইতিমধ্যে ন্যু ক্যাম্প ছাড়ার কথা জানিয়েছেন বার্সেলোনা কর্তৃপক্ষকে। কাতালান ক্লাবটি যে তার সিদ্ধান্তের সঙ্গে একমত নয়, ‍তার বড় প্রমাণ নতুন জার্সির ছবি। যেখানে ‍ওপরের সারিতে জেরার্দ পিকে, মার্ক অ্যান্ড্রে-টের স্টেগেন ও ফ্রেঙ্কি ডি ইয়ং এবং নিচের সারিতে উসমান ডেম্বেলে ও আঁতোয়া গ্রিজমানকে দুই পাশে রেখে ‍মাঝখানে সবার আগে মেসি। তবে ছবিতে নেই লুইস সুয়ারেজ। এই ছবির মাধ্যমে আরও স্পষ্ট হয়ে গেছে, গ্রীষ্মের দলবদলে ন্যু ক্যাম্প ছেড়ে যাচ্ছেন উরুগুইয়ান স্ট্রাইকার। তার ভবিষ্যৎ ঠিকানা হিসেবে জুভেন্টাসের নাম শোনা যাচ্ছে। স্প্যানিশ মিডিয়ার খবর, ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন সুয়ারেজ। পালাবদলে রোনাল্ড কোম্যানের হাতে দেওয়া হয়েছে বার্সেলোনা দায়িত্ব। ডাচ কোচ এসেই সুয়ারেজকে জানিয়ে দেন, ‍নতুন ‍মৌসুমের পরিকল্পনায় তিনি নেই। মেসির বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্তে এটাও একটি বড় কারণ। যদিও আর্জেন্টাইন অধিনায়ককে কোথাও যেতে দিতে রাজি নয় কাতালান ক্লাবটি। এজন্যই তার বাবা হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।