রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় এমভি স্যাপোডিল

0

মোংলা (বাগেরহাট)সংবাদদাত॥ রাশিয়া থেকে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি স্যাপোডিল। রাশিয়া থেকে ছেড়ে আসা এ জাহাজটি ভারতের কলকাতা বন্দর হয়ে আসে মোংলা বন্দরে।
বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্টের খুলনার ম্যানেজার অসিম কুমার সাহা জানান, গত ১৬ জুলাই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে এ মালামাল নিয়ে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি স্যাপোডিল। এরপর শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা বন্দরের ৮নম্বর জেটিতে ভেড়ে এই জাহাজটি। জাহাজটিতে ৩ হাজার ২শ ৪৩দশমিক ৩৫মেট্রিক টন মেশিনারি পণ্য রয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে এ জাহাজটি হতে পণ্য খালাসের কাজ শুরু হয়। পণ্য খালাস শেষে আগামী মঙ্গলবার মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে এ জাহাজটির।