পাঞ্জাবে প্রতিদিন ধর্ষণের শিকার ১২ নারী

0

 

লোকসমাজ ডেস্ক ।। পাকিস্তানের পাঞ্জাবে গত চার বছরে ২১ হাজার ৯০০ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। এর অর্থ প্রতিদিন গড়ে ১২ জন নারী বা প্রতি দুই ঘণ্টায় এক জন নারী ধর্ষণের শিকার হয়েছে। সম্প্রতি ওয়ার এগেইনস্ট রেপের (ওয়ার) সমীক্ষায় বিষয়টি উঠে এসেছে।
পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগ এবং মানবাধিকার মন্ত্রণালয়ের উপাত্ত থেকে তৈরি সমীক্ষায় দেশটিতে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত হওয়ার হার কম বলে উল্লেখ করা হয়। এছাড়াও বলা হয়, বিচারিক ত্রুটির কারণে দেশটিতে নারী এবং শিশুদের সুরক্ষা ও কল্যাণ মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ওয়ারের সমীক্ষায় বলা হয়েছে, বর্তমানে গার্হস্থ্য সহিংসতায় বিপর্যস্ত করাচির পরিস্থিতি। গত বছর শহরটিতে তিন হাজার ৬৪৯টি গার্হস্থ্য সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত যৌন সহিংসতার ৬৬টি ঘটনা তদন্ত করেছে ওয়ার; যার মধ্যে ৩৫টি ধর্ষণের মামলা, ১১টি সংঘবদ্ধ ধর্ষণের মামলা, ১১টি ধর্ষণ চেষ্টা এবং নয়টি ব্যাভিচারের ঘটনা।
অপরদিকে করাচির তিনটি বড় সরকারি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করার কথা উল্লেখ করে ওয়ার বলছে, ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত যৌন নিপীড়নের ক্ষেত্রে এক হাজার ২৫৬টি মেডিকো-লিগ্যাল পরীক্ষা হয়েছে এবং একই সময়ে এফআইআর দায়ের করা হয়েছে মাত্র ৪৯৯টি।
আবার ২০২৩ সালের প্রথম ছয় মাসে পাকিস্তানে শিশু যৌন নিপীড়নের ঘটনা ভয়াবহভাবে বেড়েছে। এই সময়ে প্রতিদিন গড়ে ১২ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে, মোট ঘটনা ঘটেছে দুই হাজার ২২৭টি। সব বিবেচনা করে কর্মক্ষেত্রে নারী হয়রানির বিরুদ্ধে সুরক্ষা (সংশোধন) আইন-২০২২ এবং ধর্ষণ বিরোধী আইন-২০২১ সহ নারী ও শিশু সুরক্ষা আইন কঠোরভাবে বাস্তবায়নের সুপারিশ করেছে ওয়ার।