রামপালে ওষুধ প্রশাসনের সাথে কেমিস্ট সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে ফয়লাহাট ওষুধ প্রশাসনের সাথে কেমিস্ট সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় সভা হয়েছে। শনিবার  সকালে ফয়লাহাটে সংগঠনের সভাপতি শেখ আবু দাউদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, বাগেরহাট জেলা ড্রাগ সুপার মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় তিনি বলেন নকল ভেজাল আনরেজিস্টার্ড ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধে রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক সেবন ও বিক্রয় না করা গুড ডিসপেন্সিং প্র্যাকটিস। এ বিষয়ে ওষুধ ব্যবসায়ীদের জনসচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। ব্যবসায়ীরা কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ দোকানে রাখেতেই পারবেন না। এ বিষয়েও তিনি জরুরি দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে উপজেলার কেমিস্ট সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।