৯ সেপ্টেম্বর ঢাকায় বিএনপির গণমিছিল

0

লোকসমাজ ডেস্ক ।। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী ৯ সেপ্টেম্বর ঢাকায় আবারও গণমিছিল করবে বিএনপি। যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, বিএনপির ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ  ওই দিন বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।