টিকা নিয়েও সরকার দুর্নীতি করছে : মির্জা ফখরুল

0

লোকসমাজ ডেস্ক॥ করোনাভাইরাস টিকা নিয়ে সরকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে দলের এক অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, ‘করোনা অতিমারি আমাদের আক্রমণ করেছে, সারা বিশ্ব আক্রান্ত হয়েছে। এটা মোকাবিলায় তাদের (সরকার) ভূমিকাটা দেখেন। প্রতিটি ক্ষেত্রে শুধু তারা দুর্নীতি করার জন্য কাজগুলো করেছেন। এমনভাবে শুরু হয়েছে যে, এটা এখন ভঙ্গুর অবস্থায়।’ তিনি বলেন, ‘এখন টিকা নিয়ে শুরু হয়েছে। এই টিকা নিয়েও দুর্নীতি হচ্ছে। দুই ডলার ৩৩ সেন্ট দিয়ে কেনা টিকা সরকার চার ডলার দিয়ে কিনছে। সেখানে মধ্যস্বত্বভোগী তাদের নিজস্ব একজন সুবিধাভোগী। তারা সেই দায়িত্ব তাকে অর্পণ করেছে।’
ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের হাতে স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গেছে। সাধারণ মানুষ কোনো স্বাস্থ্যসেবা পায় না। সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার অনুযায়ী স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার থাকলেও সেটা তারা পাচ্ছে না।’ বিএনপি মহাসচিব বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে দেখবেন, একমাত্র লক্ষ্য দুর্নীতি। কি করে জনগণের পকেট থেকে টাকা বের করে নিয়ে এসে তাদের পকেটে ভরা যাবে সেই চিন্তা। এ কারণে দেশে এখন দুটি শ্রেণি হয়েছে। একশ্রেণি গরিব, আরেক শ্রেণি বিত্তবান। ধনীরা শুধু ধনীই হচ্ছে আর গরিবরা শুধু গরিবই হচ্ছে।’ জিয়াউর রহমানের আমলে বিভিন্ন ক্ষেত্রে অবদান তুলে ধরে ফখরুল বলেন, ‘স্বাধীনতার যে সুবর্ণজয়ন্তী আমরা পালন করতে যাচ্ছি— সেই জয়ন্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সবচেয়ে বড় ফোকাস পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করব। তার অবদান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।’ তিনি বলেন, ‘সরকার উদ্দেশ্যমূলকভাবে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে ফেলার চেষ্টা করছে। ইতিহাসকে বিকৃত করছে।’
বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৫ নেতাকর্মীকে গ্রেফতারের নিন্দা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকার উদ্দেশ্যমূলকভাবে সব গণতান্ত্রিক শক্তি বিনষ্ট করতে চায়। আজ আমাদের বিরুদ্ধে ৩৫ লাখ মামলা, ৩৫ লাখ আসামি। সেই পুরোনো মামলা নিয়ে সামনে হাজির হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘২০০২ সালের মামলায় সাবেক এমপি হাবিবসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি ওই মামলার রায়। সম্ভবত সেই মামলায় তাদের সাজা দেয়া হবে। এটা হচ্ছে সরকারের অপকৌশল। জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তিকে নিশ্চিহ্ন করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়।’ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের উদ্যোগে ‘স্বাস্থ্যখাত ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক প্রামাণ্যচিত্রের মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক সিরাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ডা. মাহমুদুর রহমান নোমানের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাইফুল ইসলাম বক্তৃতা করেন।