মনিরামপুর ও চৌগাছায় তারেক রহমানের কারামুক্তি দিবস পালন

0

 

লোকসমাজ ডেস্ক॥ রোববার যশোরের চৌগাছা ও মনিরামপুর বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্ত দিবস পালন করেছে।
সংবাদদাতাদের পাঠানো খবর নিয়ে বিস্তারিত প্রতিবেদন –

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬ তম কারামুক্তি দিবসে মনিরামপুরে রোববার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইমলাম, নিস্তার ফারুক, জামশেদ আলী, খান শফিয়ার রহমান, ফারুক হোসেন, জুলফিকার আলী ভুট্টো, আবু তালেব, একে আজাদ, জেলা মৎস্যজীবীদল নেতা মামনুর রশিদ চমক, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেন, মাসুদ পারভেজ রুবেল, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, ইমরান হোসেন, কামরুজ্জামান প্রমুখ। পরে মুফতি মফিজুর রহমানের পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে চৌগাছায় আলোচনা সভা, প্রিয় নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান ইউনুচ আলী, পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাস্টার শহিদুল ইসলাম, কবির হোসেন বাবলু, আতিয়ার রহমান, মজনুর রহমান মজনু, জহুরুল ইসলাম বাবু, ভুট্টো খান, আব্দুল মালেক, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, প্রভাষক বিএম হাফিজুর রহমান, আব্দুল মান্নান যুবনেতা সালাউদ্দিন আহমেদ, কৃষকদল নেতা আজগার আলী, ফুল মিয়াসহ উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা শেষে দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শহিনুর রহমান।