সর্বাত্মক লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত হবে : নার্গিস বেগম

0
স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেছেন,আওয়ামী লীগের মত বন্দুকের নল দিয়ে নয়, বিএনপি অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য  নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদল করতে চায়। যে নির্বাচনে জনগণ নির্ভয়ে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দিতে পারবে। সেই লক্ষ্যে ফ্যাসিস্ট অগণতান্ত্রিক শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে বিএনপি লড়াই করছে। সর্বাত্মক লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত করে জনগণের বিজয় নিশ্চিত করতে প্রস্তুত আছি।
 শনিবার যশোর সদর উপজেলা কাশিমপুর ইউনিয়নের ১,২ ও ৩ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়নের বিজয় নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সভা অনুষ্ঠিত হয়।
একই দিন যশোর নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভা  প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু । এছাড়া ৯ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির অপর সদস্য মিজানুর রহমান খান।
সভায় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, সরকার তার গদি উল্টানোর ভয়ে গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে ফরমায়েশি রায়ে কারাবন্দী করে রাখার পর অপচিকিৎসার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। একইভাবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও প্রহসনের বিচারের মাধ্যমে দেশে আসতে বাধাগ্রস্থ করছে। কিন্তু অবৈধ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোন দিনই সফল হবে না। তাদের পতন কেবল সময়ের ব্যাপার মাত্র। জনতার বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।
 কাশিমপুুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,সদর উপজেলা বিএনপি নেতা আলাউদ্দিন আলা,আব্দুর রহিম,জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ুব হোসেন,সাধারণ সম্পাদক আবুল খায়ের,সহ-সভাপতি এনামুল হক,সহ-সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন,সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ,সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।
এদিকে নগর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন মদনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ,নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ,সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম,সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,ফারুখ হোসেন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তসলিমুল বারী বারেক, নগর যুবদেলর সদস্য সচিব শেখ রবিউল ইসলা রবি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ইমরান,নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল বাশার সুজন,যুগ্ম-আহ্বায়ক ইকরামুল কবির সুমন, প্রমুখ। সভা পরিচালনা করেন জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।
৯নম্বর ওয়ার্ড শাখার কর্মী সভায় ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল ওহাব কালুর সভাপতিত্বে  বক্তব্য রাখেন মহিবুর রহমান হিরন,শাহজাহান আলী,ইয়াসিন আলী,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম,জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর,নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ওয়ার্ড বিএনিপর সাধারণ সম্পাদক শেখ ফেরদৌস ওয়াহিদ লিটন।