আফসার আহমেদ সিদ্দিকীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ

0

 

স্টাফ রিপোর্টার ॥ আজ ১২ অক্টোবর ভাষা সৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান,সাবেক সংসদ সদস্য আফসার আহমেদ সিদ্দিকীর ২১ তম মৃত্যুবার্ষিকী। ঘাতকব্যাধি ক্যান্সারের কাছে হার মেনে ২০০১ সালের এই দিন তিনি ঢাকার একটি হাসপাতালে না ফেরার দেশে পাড়ি জমান। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বাদ আছর পারিবারিক আয়োজনে ওয়াপদা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আফসার আহমেদ সিদ্দিকী ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে একাধিকবার কারাভোগ করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। তিনি ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী। তিনি বিলুপ্ত যশোর-৮ এবং বর্তমান মণিরামপুর -৫ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন। স্বাধীন বাংলাদেশে যশোর পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনোনীত যশোর জেলা উন্নয়ন সমন্বয়কারী(ডিসিসি) ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতাকালীন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি দলটির দফতর, কৃষি বিষয়ক ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপির নেতৃত্বাধীন সাত দলীয় জোটের লিয়াঁজো কমিটির অন্যতম সদস্য ছিলেন। যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. জাফর সাদিক,আব্দুস সবুর মন্ডল, আব্দুস সালাম আজাদ,একে শরফুদ্দৌলা ছোটলু, মফিকুল হাসান তৃপ্তি,অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, বিএনপি নেতা খায়রুল বাশার শাহীন,লেখক ও গবেষক বেনজীন খান, ক্রীড়া সংগঠক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ,নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন. ৩ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি মারুফ হোসেন প্রমুখ।