কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কোটচাঁদপুর পল্লীতে বিদ্যুৎ স্পৃষ্টে গোলাম রসুল (২৭) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তালিনা গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে।
কুশনা ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ জানান, রোববার সকাল ৮টার দিকে গোলাম রসুল প্রতিবেশী সিরাজ মন্ডলের বাড়িতে ইলেকট্রিকের কাজ করতে গেলে সেখানে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন সাথে সাথে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলেও কর্তব্যরত ডাক্তার তারুনিপাশা তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ব্যাপারে কোটচাঁদপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।