বিষমুক্ত কলা বিক্রিতে সুখ্যাতি অর্জন করা দোকানে আগুন, কেটে দেওয়া হল গাছ!

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর)॥ বিষমুক্ত পাকা কলা বিক্রিতে দোকানটি যখন সুখ্যাতি অর্জন করছিল ঠিক তখনই তাতে আগুন ধরিয়ে দেওয়া হল। শুধু তাই নয় পাশের লাগানো কলা গাছগুলোও কেটে দেওয়া হল। এমন ক্ষতিতে বিস্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে উপজেলার লাউজানী রেলগেট এলাকায়।
লাউজানী গ্রামের বাসিন্দা পলাশ হোসেনের স্ত্রী কলার দোকানি রেহেনা খাতুন জানান, তিনি তার চাচা শ্বশুর মোয়মেনুল হক মিন্টুর রেলওয়ে থেকে ডিসিআর নেয়া জমির ওপর থাকা দোকান ঘরটিসহ ওই জায়গা ভাড়া নিয়ে কয়েকমাস ধরে সেখানে বিষমুক্ত কলা বিক্রি করে আসছিলেন। মঙ্গলবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা তার দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোকানের ভেতর থাকা কলায় আগুন ধরিয়ে দেয়। এছাড়া ওই দোকানের পাশের ফাঁকা জমিতে লাগানো কলা গাছ ধারালো দা দিয়ে কুপিয়ে কেটে দিয়েছে। এতে তার প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানান, দোকানটি যশোর-বেনাপোল মহাসড়কের পাশে হওয়ায় এই সড়কে যাতাযাতকারীরা সেখান থেকে বিষমুক্ত কলা কেনেন। দোকানটি কোন কেমিকেল দিয়ে কলা না পাকানোয় ক্রমশ সুখ্যাতি অর্জন করছিল। এ অবস্থায় এ ক্ষতি করা হল।