আলমডাঙ্গায় মিষ্টির দোকানে জরিমানা ও ৭ দিন বন্ধের নির্দেশ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরে অস্বাস্থ্যকর নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই, মিষ্টি এবং খাবার তৈরির অপরাধে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারীকে হারান ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মিষ্টি তৈরির কারখানা পরিষ্কার ও পরিবেশ উন্নয়নের জন্য সাত দিন দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সোমবার (৭ আগস্ট) আলমডাঙ্গা উপজেলা শহরের চারতলা মোড়ে অধিকারী মিষ্টান্ন ভান্ডারের কারখানায় তদারকি করা হয়। এ সময় সেখানে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত পরিবেশে দই, মিষ্টি ও খাবার তৈরি করা হচ্ছে। এ অপরাধে হারান অধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কারখানাটি পরিষ্কার ও পরিবেশ উন্নয়নের জন্য সাত দিন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।