মনিরামপুরে রাস্তা দখল করে আটকে রাখা রোহিতা ইউপি চেয়ারম্যানসহ তিনজনের নামে মামলা : ১৪৪ ধারা জারি

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর)॥ মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাফিজ উদ্দিন রাস্তা দখল করে ঘিরে রাখার চারদিন অতিবাহিত হলেও তা অপসারণ করা হয়নি। ফলে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ করে রাখায় কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ব্যাপারে ভুক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী গত রোববার আদালতে ইউপি চেয়ারম্যানসহ তিনজনের নাম উল্লেখসহ একটি মামলা করেছেন। বিষয়টি আমলে নিয়ে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আদালত সেখানে ১৪৪ ধারা জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গোলাম রসুল খান।
জানা যায়, উপজেলার রোহিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিনের ভাই আমেরিকা প্রবাসী হারুন অর রশিদ। রোহিতা বাজারের পাশে সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের ভাই মাসুদুর রহমানের কাছ থেকে ২০১৬ সালের ১৩ জুন নয় শতক জমি কেনেন। এর দুই বছর পর ক্যান্সারে আক্রান্ত হয়ে জমিদাতা মাসুদুর রহমান মারা যান। কিন্তু অভিযোগ রয়েছে জমি রেজিস্ট্রির সাত বছর পর হারুন অর রশিদের ভাই ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন গত শুক্রবার দুপুরে লোকজন নিয়ে ওই জমিসহ পাশের ইটের সোলিংয়ের রাস্তাটি দখল করেন। দখলের পর ইট, কাঁটাতার ও নেট দিয়ে রাস্তার চারপাশসহ মুখ ঘিরে রাখেন। ফলে শুক্রবার থেকে পাশের কয়েকটি পরিবারের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। রাস্তা ঘিরে রাখায় তারা বাড়ির মধ্যে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।
গত শনিবার দুপুরে চেয়ারম্যান হাফিজ উদ্দিন উপস্থিত থেকে এস্কেভেটর মেশিন দিয়ে ওই রাস্তা থেকে মাটি কাটা শুরু করেন।এক পর্যায়ে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে মাটিকাটা বন্ধ করে দেয়। তবে রাস্তাটি অবমুক্ত করা হয়নি। জমিদাতা প্রয়াত মাসুদুর রহমানের বড়ভাই সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, হাফিজ উদ্দিনের ভাইয়ের রেজিস্ট্রিকৃত নয় শতক জমির দলিলের নকশায় উল্লেখ রয়েছে দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ১২৭ ফুট। কিন্তু ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন দৈর্ঘ্য ৩২ ফুটের পরিবর্তে ৫৪ ফুট এবং প্রস্থ ১২৭ ফুটের পরিবর্তে ৮০ ফুট দখল করায় রাস্তাটি তার জমির মধ্যে ঢুকে গেছে। ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন জানান, তার ভাইয়ের কেনা জমি (রাস্তাসহ) তিনি দখল করেছেন।
এ দিকে ভুক্তভোগী কওসার আলী, মতিয়ার রহমান, পল্লী চিকিৎসক আতাউর রহমান, জাহান আলী, শামিম হোসেনসহ আশপাশের লোকজন জানান, তারা দীর্ঘ ৬৫ বছর ধরে এ রাস্তা দিয়ে যাতায়াত করে আসছিলেন। কিন্তু চেয়ারম্যান তাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি দখলের পর ঘিরে রাখায় তারা এখন পরিবার পরিজন নিয়ে বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েছেন।
এ ব্যাপারে পরিত্রাণ পেতে ভুক্তভোগীদের পক্ষ থেকে কওসার আলী রোববার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান হাফিজ উদ্দিন, ফারুক হোসেন ও মফিজুর রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। বাদী পক্ষের আইনজীবী গোলাম রসুল খান জানান, আদালত বিষয়টি আমলে নিয়ে সেখানে ১৪৪ ধারা জারি করেছেন, এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মনিরামপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দিয়েছেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মনিরুজ্জামান জানান, আদালতের নির্দেশনা পেয়ে সেখানে শান্তিশৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া তিনি জানান, দুয়েক দিনের মধ্যে এলাকায় দুপক্ষের মধ্যে বসাবসি করে রাস্তাটি অবমুক্ত করা হবে।