যশোরে যুবদল নেতার বাস ভবনে বোমা হামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর যুবদল নেতা মিরাজুল ইসলাম রুপনের বাস ভবনে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার ষষ্ঠীতলা পাখিপট্টির বাস ভবনে দুর্বৃত্তরা এই বোমা হামলা চালায়। মিরাজুল ইসলাম রুপন নগর যুবদলের ৬ নম্বর ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক । যুবদল নেতা মিরাজুল ইসলাম রুপনের পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সাড়ে ৯টার দিকে তার বাস ভবনের গেটের সামনে হঠাৎ একটি মোটরসাইকেল যোগে দুইজন উপস্থিত হয়। এরকিছু সময় পর আরও দুটি মোটরসাইকেল যোগে চারজন সেখানে উপস্থিত হয়। এসময় তারা যুবদল নেতার বাস ভবনকে লক্ষ্য দুটি বোমা নিক্ষেপ করে। এরমধ্যে একটি বোমা গেটে পড়ে বিস্ফোরিত হয়। অপরটি প্রাচীরের ওপর পড়ে বিস্ফোরিত হয়। বোমার শব্দে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশের টহল টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।