২৮ জুলাই মুদ্রণ শিল্প মালিক সমিতির নির্বাচন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনের মনোয়ন সংগ্রহের প্রথম দিনে ১৫ টি পদের বিপরীতে ১১ জন নেতৃত্ব প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।  সোমবার (১০ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার শাহীন ইকবাল ও সদস্য সচিব আবু জাফর বাচ্চুর কাছ থেকে মনোনয়ন সংগ্রহ করেন তারা।সভাপতি পদে ফজলে রাব্বি মোফাসা, সহসভাপতি পদে নূর ইসলাম ও ফিরোজ উদ্দিন তোতা,সাধারণ সম্পাদক পদে শাহীন শাহ রানা ও সেলিম হোসেন,সহসাধারণ সম্পাদক পদে আবু ইসহক বাবু,সাংগঠনিক সম্পাদক পদে ফিরোজ আক্তার ও মোজ্জামেল হোসেন মিন্টু,প্রচার সম্পাদক পদে বিপ্লব মাহমুদ,ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক পদে কাসেম আলী এবং নিবাহী সদস্য পদে মিজান চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। আগামীকাল বুধবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন। এদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহ ও জমা দেয়া যাবে। আগামী ২৮ জুলাই প্রেসক্লাব যশোর মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৩ টা পর্যন্ত।