মালয়েশিয়া প্রবাসী শার্শা’র রবিউল ইসলামের দাফন সম্পন্ন

0

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা॥ মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে দেশে নিয়ে আশা হলো যশোরের শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের রবিউল ইসলামের মরদেহ । পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার রাত ১২ টা ৫৫ মিনিটে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ পৌঁছায়।বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাত ৪টার দিকে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয়  ।পরে অ্যাম্বুলেন্সে করে রবিউল ইসলামের মরদেহ নিয়ে আসা হয়  গ্রামের বাড়ি শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের পাড়ের কায়বা গ্রামে। এ সময় স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। শুক্রবার সকাল ১১ টায় জুমার নামাজের আগে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত রবিউল ইসলাম পাড়ের কায়বার মৃত আবেদ আলী মোল্যার ছেলে। গত ৩০ জুন মালয়েশিয়া প্রবাসী রবিউল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
মৃতের জামাতা জিকু জানান,তার শ্বশুর পরিবারের মানুষদের সুখে রাখতে প্রাবাসে পাড়ি জমান প্রায় ১০ বছর আগে। গত তিন বছর আগে একবার ছুটিতে দেশে এসে পরিবারের সাথে সময় কাটিয়ে আবার পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম রবিউল মৃত্যুর সময় স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আসাদুজ্জামান, মাগুরা সদর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আক্তারুজ্জামানসহ এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।