অ্যাসিড দিয়ে চোখ নষ্টের দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলারা বাঙালিপুর গ্রামে গৃহবধূ রাজিয়া খাতুনের চোখে অ্যাসিড দিয়ে নষ্টের দায়ে স্বামী কামরুজ্জামানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। রোববার (২৫ জুন) অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. তাজুল ইসলম এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামি কামরুজ্জামান বাঙালিপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাড. এম ইদ্রিস আলী।
মামলার বিবরণে জানা গেছে, রাজিয়া এসএসসি পাশ করার পর তার সাথে কামরুজ্জামানের বিয়ে হয়। বিয়ের পর রাজিয়া স্বামীর সংসারে থেকেই যশোর এম এম কলেজ থেকে এমএ পাশ করেন। এরপর তিনি বিসিএস এবং নিবন্ধনের জন্য ঢাকায় কোচিং করতে যান। ঢাকা শহরে স্বামী-সন্তান নিয়ে সংসার চালানো ব্যায়বহুল হওয়ায় তিনি তাদেরকে নিজ পিতার বাড়ি কাশিপুর গ্রামে রেখে যান। মাঝে মধ্যে তিনি ঢাকা থেকে বাড়িতে আসতেন। ২০১৮ সালের ২৮ জানুয়ারি রজিয়া স্বামী-সন্তান নিয়ে পিতার বাড়িতে ছিলেন। এ দিন ভোররাতে ঘুমন্ত রাজিয়ার চোখে অ্যাসিড দিয়ে দেন তার স্বামী কামরুজ্জামান। এ সময় রাজিয়ার চিৎকারে স্বজনদের ঘুম ভেঙে গেলে তারা দ্রুত উঠে সেখানে যান এবং কামরুজ্জামানকে পালিয়ে যেতে দেখেন। অ্যাসিডদগ্ধ রাজিয়াকে উদ্ধার করে প্রথমে যশোরে এবং পরে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় রাজিয়ার ভাই আবু তাহের কামরুজ্জামানকে আসামি করে অ্যাসিড অপরাধ দমন আইনে মনিরামপুর থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি কামরুজ্জামানকে অভিযুক্ত করে একই বছরের ৪ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন পুলিশের এসআই তোবারেক আলী।
ওই মামলায় আসামি কারুজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে উল্লিখিত সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্ত কামরুজ্জামান কারাগারে আটক রয়েছেন।