উপশহরে বাগানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুই নারীসহ আটক ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকার বন্ধু আবাসিক হোটেলের পেছনের একটি বাগানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বুধবার দুপুরে দুই নারীসহ ৫ জনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন।

আটকরা হলেন হোটেল ম্যানেজার সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামের মৃত বছির মোল্লার ছেলে নাহিদ হোসেন (৩৮), জগহাটি আমবটতলা গ্রামের আনিছুর রহমানের ছেলে আজিমুল (২৮), বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা গ্রামের বিশ্বজিৎ দত্তের ছেলে অনিক দত্ত (২৬), বাগেরহাট শহরের নাগেরহাট বাজারের মৃত রমজান শেখের মেয়ে তানিয়া বেগম (৩২) ও পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি গ্রামের মৃত হাবিব সিকদারের মেয়ে মেঘলা বেগম (২২)।

উপশহর পুলিশ ক্যাম্পের এসআই আসাদুজ্জামান জানান, বুধবার দুপুরে খবর পান বন্ধু আবাসিক হোটেলের পেছনের একটি বাগানে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ম্যানেজার নাহিদ হোসেনসহ ৫ জনকে আটক করে রেখেছেন স্থানীয় লোকজন ।

এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে স্থানীয়রা উল্লিখিত ৫ জনকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।