বাঘারপাড়ায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

0

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা ॥ ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘারপাড়ার জামদিয়া ইউনিয়নে এগারোখান অঞ্চলের বাকড়ী গোচর মাঠে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) বিকেলে স্থানীয় থ্রি স্টার (বাকড়ী, দোগাছি ও ঘোড়ানাছ গ্রাম) ক্লাবের আয়োজনে এ ক্যাম্পের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এ সময় প্রশিক্ষণ শিবিরের খরচ বাবদ নগদ এক লাখ টাকা ও দুটি ফুটবল প্রদান করেন। এছাড়াও প্রশিক্ষণ শেষে সফল খেলোয়াড়দেরকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের (অবসরপ্রাপ্ত) পরিচালক ডা. সঞ্জয় কুমার পাঠক, নড়াইল প্রাইম ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সুকান্ত মল্লিক, ভাঙ্গুড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিখিল কুমার আঢ্য, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি বিশ্বাস, সাবেক ব্যাংক কর্মকর্তা দুলাল চন্দ্র বিশ্বাস, শিক্ষক অশ্বিনী কুমার দাস, বিধান রায়, মৃণাল কান্তি রায়, প্রভাষ ঘোষাল। এছাড়াও উপস্থিত ছিলেন ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের প্রশিক্ষক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শরিফুল ইসলাম ও যশোর জেলা ফুটবল দলের প্রশিক্ষক আজিজুল ইসলাম শুকুর।