যশোরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী দিনে চারটি খেলা অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) যশোর সদর উপজেলা পর্যায়ের উদ্বোধনী দিনের খেলায় জয় পেয়েছে দেয়াড়া,বসুন্দিয়া,ইছালী ও হৈবতপুর ইউনিয়ন। সোমবার (১২ জুন) উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এবং কাজী নজরুল ইসলাম কলেজ মাঠে টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হয়।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত প্রথম খেলায় দেয়ড়া ইউনিয়ন ২-০ গোলে চুড়ামনকাটি ইউনিয়নকে পরাজিত করে। একই মাঠে অপর খেলায় বসুন্দিয়া ইউনিয়ন ১-০ গোলে চাঁচড়া ইউনিয়নকে পরাজিত করে। সাতমাইলের কাজী নজরুল ইসলাম কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় ইছালী ইউনিয়ন টাইব্রেকারে ৩-০ লেবুতলা ইউনিয়নকে পরাজিত করে। অপর খেলায় উপশহর ইউনিয়নকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে হৈবতপুর ইউনিয়ন।
যশোর উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন,যশোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান। যশোর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাথলেটিক্স পরিষদের সম্পাদক নিবাস হালদার, যশোরে ফুটবল প্রশিক্ষক হযরত আলী প্রমুখ।