বাঘারপাড়ায় পুলিশের অভিযানে পলাতক ১২ আসামি আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ গত রোববার দিবাগত রাতে যশোরের বাঘারপাড়া থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত একজনসহ বিভিন্ন মামলার ১২পলাতক আসামিকে আটক করেছে। থানা পুলিশের ওসি ফিরোজ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হচ্ছেন, বাঘারপাড়া উপজেলার আজ মেহেরপুর গ্রামের মৃত মোবারক মোল্যার ছেলে নিকমল মোল্যা, তার ছেলে রাজিবুল হোসেন, ইসমাইলে ছেলে সাদ্দাম হোসেন, রঘুনাথপুর গ্রামের মৃত মোমরেজ শেখের ছেলে ইমান আলী, মহিরন গ্রামের মৃত হাসেম শেখের ছেলে তাজিম, খলসি গ্রামের জালাল তরফদারের ছেলে বায়জিত হোসেন, সালেহ আহমেদ তরফদারের ছেলে সাইফুল্যাহ, মৃত শরিতুল্যার ছেলে আব্দুর রশিদ মোল্যা, হারুন মোল্যা, দাউদ আলী মোল্যা, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মৃত হাশেম মোল্যার ছেলে মুরাদ মোল্যা ও বল্যামুখ গ্রামের শওকত মোল্যার ছেলে নাজির মোল্যা। পুলিশ জানায়, আটকদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।