অর্ধ লাখ টাকায় বিক্রি হলো একটি কাতল!

0

লোকসমাজ ডেস্ক॥ পদ্মার একটি কাতল মাছ অর্ধ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৭ মে) সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
ওই জেলের নাম খলিল হালদার। তিনি স্থানীয় দৌলতদিয়া গ্রামের বাসিন্দা। খলিল জানান, প্রতি দিনের মতো সহযোগীদের নিয়ে আজ ভোরেও পদ্মায় জাল ফেলেন। পরে জাল টেনে তুলতেই দেখেন, বড় একটি মাছ আটকা পড়েছে। জাল টেনে ওপরে তুলতেই দেখা যায় বড় আকারের একটি কাতল মাছ। পরে দৌলতদিয়া মাছের আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন, মাছটি সাড়ে ২৭ কেজি হয়েছে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি কেনেন।
মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে বলে জানান ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার দিকে মাছটি জেলে খলিল থেকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৩৭৫ টাকায় মাছটি কিনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে এক হাজার ৮০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।’