অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুই চিকিৎসকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জসিমউদ্দীন ও অ্যানেসথেসিয়া কনস্যালটেন্ট ডা. দিদারে ইলাহীর অনিয়ম দিন দিন প্রকট আকার ধারণ করছে। তারা ইচ্ছে হলে চেম্বারে বসেন, আবার ইচ্ছে হলেই বেরিয়ে যান। তাদের ইচ্ছের উপর নির্ভর করে কঠিন ও জটিল রোগীদের চিকিৎসা। আবার কোন কোন দিন হাসপাতালেই আসেন না তারা। অবহিত করার প্রয়োজন মনে করেন না উর্ধ্বতন কর্মকর্তাকে।
গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার সময় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় ডা. জসিমউদ্দীনের কক্ষের সামনে রোগী বসে থাকলেও ভিতরে কেউ নেই। চেয়ার ফাঁকা পড়ে আছে। পাশে অপর এক চিকিৎসকের সহযোগী জানান, স্যার সকাল থেকে ছিলেন, একটু আগে বেরিয়ে গেছেন। চেম্বারের সামনে বসে থাকা রবিউল ইসলাম (১২) নামের একজন রোগীর পিতা জানান, গত দুইদিন হাসপাতালে এসে ফিরে গিয়েছি, শিশু বিশেষজ্ঞ ডাক্তারকে পায়নি। আজও পাবো না বলেই মনে হচ্ছে। আসমা খাতুন নামের একজন নারী জানান, আমার ২ মাসের বাচ্চাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাতে কিন্তু সে ডাক্তার নেই।
রোগীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ডা. জসিমউদ্দীন বলেন, অনেক সময় রোগী না থাকলে চলে আসি। গত সোমবারে অসুস্থতার কারণে হাসপাতালে যায়নি। অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানিয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে সময় জানানো হয়নি, পরে জানিয়েছি।
এদিকে অ্যানেসথেসিয়া কনসালটেন্ট ডাঃ দিদারে ইলাহীকে প্রায় সময় হাসপাতালে পাওয়া যায় না। গতকাল মঙ্গলবার উপজেলার আলিপুর গ্রাম থেকে মোবারক হোসেন নামের একজন রোগী অপারেশনের জন্য আসেন। তাকে বিভিন্ন টেস্ট করতে বলে তিনি চলে যান। পরে তাকে না পেয়ে তার দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান।
হাসপাতাল সুত্রে জানা যায়, প্রতি সপ্তাহে ৪ দিন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালন করার কথা থাকলেও ডা. দিদারে ইলাহী দূরত্বের অযুহাতে ২-৩ দিনের বেশি হাসপাতালে আসেননা। তার অনুপস্থিতি ও অসহযোগিতায় নিয়মিত অপারেশন ব্যাহত হচ্ছে বলে হাসপাতাল সূত্র জানায়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ডা. দিদারে ইলাহী জানান, আমার কারণে কোন অপারেশন বাধাগ্রস্থ হয়নি। অসুস্থতার কারণে গত সোমবার হাসপাতালে যেতে পারিনি। অনুপস্থিতির ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবহিত করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না জানানো হয়নি।
অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান সোমবারে দুই ডাক্তারের অনুপস্থিতির বিষয়টি স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ করার সুযোগ নেই।