ঝিকরগাছার কলাগাছি গ্রামে বৃদ্ধের জমি দখল নিতে তিন নারীকে মারধর

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় খাইবার আলী গোলদারের (৬০) ১২ শতক জমি দখল চেষ্টা ও তার পরিবারের তিন নারী সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোরে উপজেলার নাভারণ ইউনিয়নের কলাগাছি গ্রামে।

জানা যায়, খাইবার আলী গোলদারের জমিতে অন্তত আড়াই লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির গাছ ছিল। সম্প্রতি গাছগুলো জোর করে বিক্রি করে দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সান্টু। বিক্রি করা ওই গাছগুলো কেটে ফেলে কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। কিন্তু পরিবারের লোকজন বাধার কারণে কাটা গাছগুলো তারা নিতে পারেনি।

ফলে মঙ্গলবার ভোরে কলাগাছি গ্রামের গোলাম মোস্তফার ছেলে আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সান্টু, তার ভাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহ্বায়ক শিমুল হোসেন, নুরু ওরফে ঝইড়োর ছেলে বারিক, আলী আকবারের ছেলে সাইফুদ্দিন ওরফে ফুলু, সদর আলীর দুই ছেলে নওশের আলী ও মোহাম্মদ আলীসহ ১০/১২ জন ঘুমিয়ে থাকা অবস্থায় খাইবার আলীর স্ত্রী রাজিয়া বেগম (৫৬), পুত্রবধূ রিনা খাতুন (৩৫) ও স্বামী পরিত্যাক্তা কন্যা দিপ্তি খাতুনকে (৩৩) বেদম মারধর করে। বর্তমানে খাইবারের স্ত্রী যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

খাইবার আলী গোলদার, পুত্রবধূ রিনা খাতুন ও কন্যা দিপ্তি খাতুন বলেন, আওয়ামী লীগ নেতা মাসুদ রানা সান্টু ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শিমুল হোসেন তার জমি দখলের জন্য একই গ্রামের সুলতান মহুরীর সহায়তায় ভুয়া কাগজ তৈরি করেছে।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচাজ (ওসি) নুর মোহাম্মদ গাজী বলেন, দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হবে।