যশোরে হজযাত্রীদের দু দিনের প্রশিক্ষণ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (৮ মে) ইসলামিক ফাউন্ডেশন যশোরের আয়োজনে জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) খালেদা আক্তার রেখা। এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা ফকির আক্তারুল আলম,প্রশিক্ষক যশোর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সাবেক অধ্যাপক ডা. আব্দুর রউফ, অ্যাড.তাহমিদ আকাশ, অভয়নগর শ্রীধরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল আজিজ, যশোর রেলস্টেশন মাদ্রাসার মাওলানা মুফতি আব্দুর রহমান, কাজী নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ আলী। উল্লেখ্য তিন পর্বে মোট ১ হাজার ৬৪ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিন সোমবার দুই পর্ব শেষ হয়েছে। আগামীকাল মঙ্গলবার শেষ পর্ব অনুষ্ঠিত হবে।