এসএসসি : যশোরে বোর্ডে ১৮৩৪ শিক্ষার্থী অনুপস্থিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ছিলো ১ হাজার ৮৩৪ পরীক্ষার্থী। এদিন কোনও পরীক্ষার্থী বহিষ্কার হয়নি ।রবিবার(৩০ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলেছে। খুলনা বিভাগের ১০টি জেলায় মোট ২৯২টি কেন্দ্রে এএসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যশোরে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড.বিশ্বাস শাহীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,যশোর শিক্ষা বোর্ডের এসএসসি বাংলা প্রথম পত্রের পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৫৮ শিক্ষার্থী। তাদের মধ্যে মোট ১ লাখ ৪৭ হাজার ৬২৪ জন পরীক্ষায় অংশ নিয়েছে । মোট ১ হাজার ৮৩৪ জন অনুপস্থিত ছিলো।
শিক্ষার্থীদের মধ্যে যশোরের ৩১৯ জন, খুলনার ২৩২ জন, বাগেরহাটের ১২০ জন, সাতক্ষীরার ১৭৫ জন, কুষ্টিয়ার ২১৭ জন, চুয়াডাঙ্গার ১৪৪ জন, মেহেরপুরের ৯২ জন, নড়াইলের ১১৫ জন ঝিনাইদহের ২৯৬ জন ও মাগুরার ১২৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।
যশোরে জেলা স্কুল কেন্দ্রের পরীক্ষার্থী মেহেদী হাসান বলে, জিএসসি পরীক্ষার সময় দেশে করোনা ভয়াভহ রূপ নিয়েছিল। এ কারণে তাদেরকে আটো পাস দেওয়া হয়। এ পর গত দুই বছর ঠিক মতো ক্লাস হয়নি। এ পরিস্থিতির পর এ বছর পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় মোটামুটি ভালো হচ্ছে। পরীক্ষার্থী শোভা সরকার ও শেখ আলাফি বলে, তিন ঘণ্টা পরীক্ষা চলছে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) ছিল। বাংলা প্রথম পত্রের পরীক্ষা ভালো হয়েছে ।