যশোরে বিশ্ব নৃত্য দিবস পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ ‘আমরা চলি, নৃত্যের ছন্দে সম্প্রীতির আনন্দে’ এ শ্লোগানকে সামনে রেখে যশোরে বিশ্ব নৃত্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও নৃত্য অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে শিল্পকলা একাডেমি থেকে র‌্যালি বের হয় এবং কোট মোড়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্য শিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা, শিশু একাডেমি, নৃত্যবিতান, উদীচী, সুরবিতান, মা নৃত্যালয়, সুর নিকেতন, ভৈরবসহ যশোরের ১৩টি সংস্কৃতিক সংগঠনের দুইশ শিশু শিল্পী নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা সঞ্জীব চক্রবর্তী, সভাপতি জুলফিকার আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক আরিফুল হক, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা, চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল প্রমুখ।